যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, সোমালিয়ায় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর তিন নেতাকে বহনকারী গাড়িবহরে ড্রোন হামলা চালানো হয়েছে।
পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার মূল লক্ষ্য ছিল হাসান আলি ধুর। সম্প্রতি একটি বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হামলায় যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, হামলার ফলাফল তারা বিশ্লেষণ করে দেখছেন। কেনিয়া সীমান্তের কাছে জিলিব শহরের কাছাকাছি এই হামলাটি চালানো হয়।
Read More News
আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই জঙ্গিগ্রুপটি সোমালিয়ায় সোমালিয়ায় সশস্ত্র অভ্যুত্থান চেষ্টা চালাচ্ছে। পেন্টাগন বলছে, হাসান আলি ধুর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। সূত্র: বিবিসি