প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য অপরিসীম ভালবাসা হৃদয়ে ধারণ করার জন্য সিভিল সার্ভিসের নবনিযুক্ত ক্যাডারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের সর্বোত্তম সেবাদান ও সাফল্য অর্জনে সর্বাগ্রে পূর্বশর্ত হলো দেশপ্রেম।
তিনি বলেন, আপনাদের অবশ্যই জনগণকে ভালবাসতে হবে এবং সর্বাগ্রে দেশকে জানতে হবে। তিনি বলেন, অবশ্যই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদারে গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি আপনাদের জনগণের আস্থা অর্জন করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
Read More News
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৬০তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংবিধানের ২১(২)-ধারাটি সর্বদা মনে রাখার জন্য নতুন ক্যাডারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্যের দায়িত্ব হচ্ছে জনগণের সেবায় সর্বোত্তম প্রয়াস চালিয়ে যাওয়া।
শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তাদের অবশ্যই প্রতিটি জনগণের সামাজিক নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি কোন দুর্নীতিতে নিজেকে জড়াবো না অথবা কারো দুর্নীতি প্রশয় দেব না এই আদর্শ নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প যাতে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়ন হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য ক্যাডারদের প্রতি আহ্বান জানান। প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প গ্রহণকালে জনগণের স্বার্থ সর্বাগ্রে অগ্রাধিকার পাবে। তিনি পরিবেশ ও মাতৃসম প্রকৃতি সংরক্ষণের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।