বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, বিভিন্ন জায়গায় যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপি নতুন করে চিন্তা করবে নির্বাচনে থাকবে কি থাকবে না।
Read More News
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোনো নির্বাচনে তারা সফলতা দেখাতে পারেনি। দুই চারজন পুলিশকে ডেকে ভর্ৎসনা করলেই যথেষ্ট ব্যবস্থা নেয়া হয় না। কমিশনকে ব্যাপক অ্যাকশনে যেতে হবে।
বৃহস্পতিবার সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে মো. শাহজাহান সাংবাদিকদের এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন, প্রথম ধাপের নির্বাচনে ব্যবস্থা নিলে দ্বিতীয় ধাপে এমন হতো না।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ইসি এবং সরকারকে গ্রহণযোগ্যতা অর্জনে একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু ইসি সরকারের পরামর্শমতো চলতে গিয়ে সে সুযোগ হারিয়েছে।