মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, তনু হত্যাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম অ্যাডভোকেটের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, কবি কাজী রোজি এমপি, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
Read More News
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা প্রকৃত মুক্তিযুদ্ধা। তারা তাদের বিপ্লবী সংগীতের মাধ্যমে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে জীবন দিতে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৮ শিল্পী কুইন মাহজাবীন, লায়লা হাসান, মালা র্খুরম, নমিতা ঘোষ, কল্যাণী ঘোষ, উমা খাঁন, রূপা ফরহাদ ও শারমীন খুরশিদকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।