কোহলি-আনুষ্কা সম্পর্ক নেই বেশ কিছু দিন ধরেই। এক সময় দুই জগতের এ দুই তারকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এতে তারা বরাবরই ছিলেন প্রচার মাধ্যমের আলোচনার খোরাক আর সাধারণ মানুষের আগ্রহের বিষয়। সম্পর্ক না থাকলেও কমতি নেই আগ্রহের। ভারতের সহঅধিনায়ক ও ব্যাটিং স্টার কোহলি যখনই ভালো করেন অথবা খারাপ করেন তখনই আলোচনায় চলে আসেন আনুষ্কা। এ যেন কান টানলে মাথা আসার মতো। রোববার অসাধারণ এক ইনিংস উপহার দেয়ার পর স্বাভাবিকভাবেই কোহলির পাশেই চলে আসেন আনুষ্কা। আগে কোহলি ভালো খেললে কেউ বলতেন এতে রয়েছে আনুষ্কার প্রেরণা আর খারাপ খেললে বলতেন তার দিকে বেশি ঝুঁকে পড়ার ফল এটা। আর এখন কোহলি ভালো খেললে কেউ বলেন তার সঙ্গে সম্পর্ক না থাকার কারণেই ভালো খেলছেন তিনি। তৈরি করেন আজগুবি মন্তব্য। এসব ভালো লাগে না চেজিং মাস্টারের। সব সময় মুখ বুজে সইলেও এবার উপেক্ষা করতে পারলেন না আনুষ্কার প্রতি সাধারণ মানুষের বিরূপ মন্তব্য। কারণ এর একটা অংশ যে তিনিও। রোববারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নানা কৌতুকপূর্ণ মন্তব্যের বেশির ভাগে যা ছিল তাতে দেখায় কোহলির জীবনে আনুষ্কার কোনো ইতিবাচক ভূমিকা ছিল না বরং অনেক ক্ষতির কারণ ছিলেন তিনি। এসব মন্তব্যে ক্ষুব্ধ কোহলি। তিনিও তার টুইটারে জবাব দিয়ে বলেছেন যে, আনুষ্কা তার জীবনে সবসময়ই ইতিবাচক ভূমিকাই রেখেছে। ইনস্টাগ্রামে অনেক বড় করে জবাব দিয়েছেন তিনি। তিনি ওই সব মন্তব্যকে লজ্জার উল্লেখ করে বলেছেন তারা শ্রদ্ধা পেতে পারেন না। কোহলি আনুষ্কার প্রতি শ্রদ্ধা রাখার পরামর্শ দিয়ে বলেন, আপনি চিন্তা করুন আপনার বোন, বান্ধবী বা স্ত্রীকে নিয়ে কেউ এমন বানোয়াট ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করলে আপনার কেমন লাগতো?
Read More News