ইরান-পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে নেয়ার সিদ্ধান্ত

দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কৌশল গ্রহণে সম্মত হয়েছে ইরান এবং পাকিস্তান। এ লক্ষ্যে দেশ দুইটি নিজেদের সক্ষমতাকে ব্যবহার করবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুররেজা রাহমানি ফাজলি এবং পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া, ইরান-পাকিস্তান যৌথ বাণিজ্য কমিটির ২০তম বৈঠক তেহরানে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। আগামী কয়েক মাসের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসহাক দার আশা প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ব্যাংকিং খাতের আইনগত বাধা অপসারণের পরিপ্রেক্ষিতে তেহরান ও ইসলামাবাদ বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা দ্রুততর করবে। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ইসলামাবাদ সফরকারী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রতিনিধি দলের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছেন রাহমানি ফাজলি।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *