জয়াকে সাকিবের ফোন!

শাকিব খান জয়া আহসানকে বড় পর্দায় বলেছেন, ‘প্রেম করব প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব!’ তবে বাস্তবে শাকিব খান নয়, ক্রিকেট ময়দানের বরপুত্র সাকিব আল হাসান জয়ার ভক্ত। গত বৃহস্পতিবার কলকাতায় পা দিয়ে জয়া আহসানকে ফোন করেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে জয়া অভিনীত মুক্তি আসন্ন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ ছবির স্টিল ও ভিডিও দেখে সাকিব জয়ার ভূয়সী প্রশংসা করেন। সাকিব জানান, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী সিরিজের প্রথম কিস্তি তার দেখা হয়নি। তবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ তিনি দেখতে চান। কারণ ক্রিকেটের আবহে প্রেমকাহিনী বাংলাদেশের ছবিতে এর আগে কেউ দেখেনি। বাংলা নববর্ষ উপলক্ষে আসছে ৮ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২। তবে সে সময় সাকিব আল হাসান খেলার জন্য অবস্থান করবেন ভারতে। জয়া বলেন, আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের অন্ধভক্ত। তার মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার আমাকে স্মরণ করে ফোন দিয়েছেন, এটি অনেক বড় ব্যাপার। এর আগেও সাকিবের সাথে বিভিন্ন অনুষ্ঠান এবং একটি ফটোসেশনে দেখা হয়েছিল। তাকে আমার বরাবরই বেশ বিনয়ী ও ভদ্র মনে হয়েছে। ২০১৩ সালের ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ব্যবসাসফল ও আলোচিত ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী সিরিজের দ্বিতীয় কিস্তি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এবারের প্রেমকাহিনীরও গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। শাকিব খান-জয়া ছাড়াও এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমরসানী, সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, পীরজাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ আরো অনেকে। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু ছবির অন্যতম বড় চমক এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে কণ্ঠতারকা আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সংবাদব্যক্তিত্ব জ ই মামুনকে। এ ছাড়া ছবিতে রয়েছে আরো অনেক চমক, যার খোঁজ শুধু বড় পর্দাতেই পাওয়া যাবে। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী সিরিজের প্রথম কিস্তির গান ছিল সে ছবির প্রাণ। গানের জন্য গীতিকার কবির বকুল, সুরকার কৌশিক হোসেন তাপস, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন ও কণ্ঠশিল্পী চন্দন সিনহা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ আরো অনেক পুরস্কার পেয়েছিলেন। এবারো একই টিম কাজ করেছে ছবিতে। কবির বকুলের লেখা ছয়টি গানের পাঁচটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, আসিফ আকবর, কণা, তাসিফ ও খেয়া, সায়মন। কৌশিক হোসেন তাপসের সঙ্গীত পরিচালনায় প্রেম করব প্রেমে পড়ব গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী ও চন্দন সিনহা। দক্ষিণ ভারতের ছবি বাহুবালির নৃত্যপরিচালক শঙ্করাইয়া পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু ছবির নৃত্য পরিচালনা করেছেন। এবার বাংলাদেশের মনোরম লোকেশনে শুটিংয়ের পাশাপাশি ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম স্টুডিওতে। গত ১৭ মার্চ বিএফডিসিতে ভারতীয় দূতাবাসের চার কর্তাব্যক্তিত্ব পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু ছবিটি দেখেন এবং এ ছবির আনকোড়া কাহিনী, দুর্দান্ত সংলাপ, দক্ষ পরিচালনা, অভিনয় ও শ্রুতিমধুর গানের প্রশংসা করেন। তাদের বিশ্বাস, নকল ও মানহীন ছবির ভিড়ে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু-এর মতো মৌলিক কাহিনীর ছবি বক্স অফিস মাত করবে, সেই সাথে দেশ-বিদেশে হবে সমাদৃত।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *