ফের বেশ্যার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এর আগে একাধিকবার তাঁকে এই চরিত্রে দেখেছেন দর্শক। আগামী জুনে ছবিটির শুটিং শুরু হবে। মিনহাজ অভির পরিচালনায় ছবিটিতে মৌসুমীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিশা সওদাগর। একজন রিক্সাওয়ালর চরিত্রে মিশাকে দেখতে পাবে দর্শক।
Read More News
তবে আপাতত মৌসুমী বেশ ব্যস্ত। কারণ আগামী ১ এপ্রিল মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘মন জানে না মনের ঠিকানা’। মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ছবিটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফিরদৌস। সব মিলিয়ে মৌসুমীর পারফরম্যান্স দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার।