না, সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতার বিচ্ছেদের মূলে পরিণীতি চোপড়া নেই। এই সম্পর্ক শেষ হওয়ার মূলে আছে অঙ্কিতার বারংবার ফোন ও টেক্সট! সূত্র- ফিল্মবিট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছেন, অঙ্কিতার ব্যবহারে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
কী করতেন অঙ্কিতা? এই প্রশ্নের জবাবে সুশান্তের উত্তর, কাছে না থাকলে তাকে অনবরত ফোন আর টেক্সট করতেন।
Read More News
গত বছর কাজের নিরিখে একটু কম ব্যস্তই ছিলেন সুশান্ত। ধোনির বায়োপিকের জন্য প্রস্তুতি নিতে কেটেছে বেশিরভাগ সময়। ফলে প্রেমিকাকেও সময় দিতে পেরেছিলেন অনেক বেশি। কিন্তু চলতি বছর আর তা হচ্ছে না। একের পর এক চুটিয়ে কাজ করছেন। আর তাতেই স্থির নেই অঙ্কিতা। প্রেমিক কাছছাড়া হলেই ফোন আর এসএমএস করে তাকে একরকম অতিষ্ঠ করে তুলতেন।
এমনকি, অন্য কোনও মহিলার সঙ্গে সুশান্ত সম্পর্কে আছেন কিনা, বারবার তা জানতে চাইতেন। ধৈর্য ধরে বহুবার বলে কয়েও ফল পাননি সুশান্ত। অগত্যা সম্পর্কে ছেদ টেনেছেন তিনি।