আইপিএলে উদীয়মান পেসার মুস্তাফিজকে নিয়ে এবার ভালো সারা মিলবে সে ব্যাপারে সবারই অনেকটা ধারনা ছিল। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভার আলো ছড়িয়েছিলেন। ওয়ানডে অভিষেকেই মুস্তাফিজ পাঁচ উইকেট পেয়েছিলেন। এরপর ভারতের বিপক্ষে তার সারল্যটা বজায় রেখেছিলেন। তাই আইপিএলে তার নাম না থাকাই যেন অস্বাভাবিক। এবারের আইপিএলে কার্টারখ্যাত মুস্তাফিজের দরদাম নিয়ে এক প্রকার যুদ্ধই হয়ে গেলো। হায়দরাবাদের সানরাইজার্স মুস্তাফিজুর রহমানকে দলে নিতে সর্ব প্রথম দাম শুরু করেন। তবে মূল্যমান বাড়িয়ে দিলো চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। দর কষাকষির পালায় শেষ পর্যন্ত জয় হয়েছে হায়দরাবাদের। এক কোটি পঞ্চাশ লাখ রুপির বিনিময়ে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজ হায়দরাবাদের । দর্শকরা বসে আছেন এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে মুস্তাফিজের চমকের অপেক্ষায় ।
Read More News
Supreme Watches News