ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দল

আগামী ৩০ ও ৩১ মার্চ ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়লের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা থেকে শুরু করে মানবাধিকার বিষয়ে আলোচনা করবেন। রোববার (২৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
Read More News

এ প্রতিনিধি দলের সফর সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।  নিরাপত্তা ও সহিংস চরমপন্থা দমনসহ অন্যান্য বৈশ্বিক সমস্যা নিয়ে যখন আমরা একসঙ্গে কাজ করি তখন উভয় দেশের মানুষই তার সুফল পায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *