শেরে বাংলা নগর থানার এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার রহমানকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার রাতে তাদের বরখাস্ত করা হয় বলে পুলিশ সূত্র জানায়।
Read More News
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার ওই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার রাতে একটা ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে ৪৫টি পাসপোর্টসহ তিনজনকে আটক করেন এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার। ওই তিনজনকে থানায় আনা হয়। পরে তিন লাখ টাকার বিনিময়ে আটক ব্যক্তিদের পাসপোর্টসহ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই দুই পুলিশ সদস্য। প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা ৭৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান। পরে সোয়া দুই লাখ টাকা দিয়ে পাসপোর্টগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।