টিকাদান কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ই আগস্ট থেকে ইউনিয়ন পরিষদে কেন্দ্রে টিকা দেয়া যাবে। টিকা দিতে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেয়া হবে।
আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। বৈঠকে স্বাস্থ্য সচিব, আইজিপি, বিজিবি প্রধানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read More News
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ই আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। এসময় পর্যন্ত শিল্প কারখানা বন্ধ থাকবে। লকডাউন বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জনপ্রতিনিধি, সমাজসেবকসহ সবাইকে টিকা কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।
সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এবার টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা টিকা নিতে চায় বা প্রয়োজন, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধা আমরা করে দিচ্ছি। তাদের যে আইডি কার্ড, তা নিয়ে এলে টিকা দিতে পারবে।