শ্যালিকাকে নিয়ে পার্টি করতেন রাজ!

স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মোবাইল ফোনও ‘ক্লোন’ করতে চাইছেন গোয়েন্দারা। আর এটা হলে অভিনেত্রীর ফোনের সব তথ্য চলে যাবে তদন্তকারীদের হাতে। এছাড়া আবারও নায়িকাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেঠির মোবাইল ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। শিল্পার ফোনে কোনো গোপন নথি রয়েছে কিনা, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তাও তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। এরপরই দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে তলব করতে পারে মুম্বাই পুলিশ।

পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করতেন রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার ধনকুবের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ২৭ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত শুক্রবার শিল্পাকে ৬ ঘণ্টা জেরা করে পুলিশ। তবে পর্নোগ্রাফিকাণ্ডে রাজ কুন্দ্রাকে নির্দোষ দাবি করেন অভিনেত্রী।
Read More News
রাজ গ্রেফতারের পর রাজ ও শিল্পার বাড়িতে দুবার তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। সেখান থেকে পাওয়া গেছে একটি গুপ্ত আলমারি। যেখানে নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গেছে।

তদন্তকারীদের দাবি, রাজ-শিল্পার বাড়ি থেকে প্রচুর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। তাদের সন্দেহ, রাজ ধরা পড়ার পরও তার সংস্থা পর্নো ছবি বানানোর প্রক্রিয়া জারি রেখেছিল।

এদিকে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার একাধিক পুরনো সাক্ষাৎকার।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানের একটি ভিডিও নতুন করে সামনে এসেছে। সেখানে রাজের বিলাসবহুল জীবন যাপন এবং তার রোজগার সম্পর্কে জানতে চান কপিল। সেখানে রাজের সঙ্গে ছিলেন তার স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শমিতা শেঠি। সেই একই সাক্ষাৎকারের অন্য একটি অংশ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে।

ওই সাক্ষাৎকারে রাজকে বলতে দেখা যাচ্ছে, ঘরোয়া প্রকৃতির শিল্পাকে বিয়ে করে তিনি খুবই লাভবান হয়েছেন। রাজ বলছেন, শিল্পা ৭টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ৯টার মধ্যে বই পড়ে ঘুমোতে চলে যান। আমার যখন পার্টি করতে ইচ্ছা করে তখন আমি শমিতাকে ফোন করে পার্টি করতে চলে যাই।

তবে রাজের এই উত্তর শুনে হেসে ফেলেছিলেন তার পাশে বসে থাকা স্ত্রী ও শ্যালিকা। এরপরই রাজ বলে ওঠেন, এই জন্যই আপাতত শমিতাকে বিয়ের জন্য খুব একটা জোর করছি না। কিন্তু নিজের শ্যালিকার সম্পর্কে এমন মন্তব্যে নেটদুনিয়ায় নিন্দার ঝড় বইছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *