তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে এর নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে এ মন্ত্রণালয় ‘Ministry of Information and Broadcasting’ নামে অভিহিত হবে।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৫ (৬) ধারায় দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন।
Read More News
এর আগে গত ১ মার্চ সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন আবার সেই নামে ফিরে যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
পুরাতন নামে ফিরে যাওয়ার কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেছিলেন, সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। আগে সম্প্রচারের বিষয়টি সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন, রেডিও, অনলাইনসহ বিভিন্নভাবে সম্প্রচার হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রস্তাব তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নাম পরিবর্তন করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Supreme Watches News