ভারতের ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরা দ্বিতীয় সন্তানের জনক-জননী হওয়ার জন্য প্রস্তুত। আগামী জুলাইয়ে সন্তান আগমনের প্রত্যাশায় তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় সন্তান আগমনের সুসংবাদ শেয়ার করেছেন অভিনেত্রী গীতা বসরা। প্রথম কন্যাসন্তান ও হরভজন-গীতার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘শিগগিরই আসছে… জুলা্ই ২০২১।’ একটি ছবিতে দেখা যাচ্ছে, মায়ের পেটে চুমু খাচ্ছে গীতার মেয়ে।
Read More News
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গীতার অভিষেক ইমরান হাশমির বিপরীতে ‘দিল দিয়া হ্যায়’-এর মাধ্যমে। এরপর একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে।
২০১৫ সালে বিয়ের আগে তিন বছর প্রেম করেন গীতা বসরা ও হরভজন সিং। ২০১৬ সালে যুক্তরাজ্যে তাঁদের প্রথম কন্যা হিনায়ার জন্ম হয়। ৩৭ বছরের গীতা বেশ আড়ালেই থাকেন এবং শোবিজ থেকে দূরে রয়েছেন।
Coming soon.. July 2021 ❤️ pic.twitter.com/LmCVs3qIy9
— Geeta Basra (@Geeta_Basra) March 14, 2021