ভারতের মহারাষ্ট্রে বেড়েছে করোনা সংক্রমনের হার। গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনায় আক্রান্ত ১৫ হাজারের বেশি। প্রাণহানি হয়েছে ৫৬ জনের।
সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে উঠে আসছে, ভারতে মোট আক্রান্তের ৬০ শতাংশই এই রাজ্যের। সংক্রমণ ঠেকাতে মহারাষ্ট্রের নাগপুরের পর এবার প্যানভিলেও ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
Read More News
মহারাষ্ট্র রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউন থাকবে নাগপুরে। আগামী দিনে রাজ্যের আরও কয়েকটি অংশে লকডাউন জারি হতে পারে। তবে লকডাউনের মধ্যে খোলা থাকবে ফলের দোকান দুধের বুথ। অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে।