ইউরোপে হামলা চালাতে ৪০০ জনকে আইএসের প্রশিক্ষণ

ইউরোপজুড়ে বড় ধরনের হামলা চালাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) অন্তত ৪০০ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। এরই অংশ হিসেবে প্যারিস ও ব্রাসেলসে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যাসোসিয়েট প্রেসের (এপি) এক খবরে বলা হয়, সিরিয়া ও ইরাকের দখল হারানোর পর আইএসের প্রশিক্ষিত সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ইউরোপ ও ইরাকের গোয়েন্দা সংস্থা এবং জঙ্গি তৎপরতার বিষয় অনুসরণ করা ফ্রান্সের আইনপ্রণেতার বরাত দিয়ে এপি জানায়, পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে সিরিয়া, ইরাক ও সাবেক সোভিয়েত অঞ্চলের কয়েকটি জায়গায় আইএসের আস্তানা গড়ে তোলা হয়েছে। গত ১৩ নভেম্বর প্যারিস হামলার দিন পুলিশের অভিযানে নিহত হওয়ার আগে জঙ্গি দলের এক সদস্য দাবি করে, তারা একসঙ্গে ৯০ জঙ্গি ইউরোপে প্রবেশ করেছে।
Read More News

প্যারিস হামলার ঘটনায় সন্দেহভাজন সালাহ আবদেসসালামকে গ্রেপ্তারের চার দিনের মাথায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে ও একটি মেট্রো স্টেশনে বোমা হামলা চালিয়েছে আইএস।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন বিভাগে দুটি বিস্ফোরণ ঘটে। ঘণ্টাখানেক পরই ব্রাসেলসের মায়লবেক মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। তিনটি বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ২৭০ জন আহত হয়েছেন।

তিন ব্যক্তিকে জাভেনতেম বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহ করছে বেলজিয়ান পুলিশ। বোমা বিস্ফোরণের অল্প সময় আগে ওই তিন ব্যক্তিকে বিমানবন্দর দিয়ে হাঁটতে দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাথায় টুপি ছিল। তাকে খুঁজছে পুলিশ। বাকি দুজন আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *