বিশ্বসেরা নেতা’দের তালিকায় ১০ম স্থানে শেখ হাসিনা

বিশ্বের শীর্ষ প্রভাবশালী ৫০ নেতার তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম স্থানে আছেন। এতে শুধু নারীদের মধ্যে তিনি আছেন পঞ্চম স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চির পরেই রয়েছেন শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘ফরচুন’। ব্যবসা, সরকার, মানবসেবা ও শিল্পকলা এবং সারা বিশ্বের নারী ও পুরুষদের অনুপ্রাণিত করতে অবদান রাখায় ফরচুন সাময়িকী প্রতি বছর এই তালিকা করে করে থাকে।
Read More News

প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে তালিকায় স্থান দেওয়ার বিষয়ে বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র নারী নেতা হিসেবে শেখ হাসিনা দক্ষতার সঙ্গে ইসলামী ঐতিহ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। এ ছাড়া নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষায় আরো সহায়তা দেওয়া, আর্থিক স্বাধীনতা এবং রাজনৈতিক ক্ষমতায়নে তিনি কাজ করছেন বলে প্রভাবশালী ওই সাময়িকীতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *