মা হলেন করিনা কাপুর খান? এই প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার আনাচ-কানাচে। কারণ নবাব ঘরণী এক সদ্যোজাতকে নিয়ে শেয়ার করেছেন আদুরে এই ছবি।
ছবির ক্যাপশনে তিনি একরত্তিকে ‘হ্যান্ডসাম’ বলে উল্লেখ করেছেন। নেটিজেনদের থেকে শিশুটিকে চেনা যাচ্ছে কিনা বা চিনতে পারছে কিনা, তাও জানতে চেয়েছেন বেবো।
Read More News
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ শিশুটি যে কে, তা নিয়ে ভাবতে শুরু করেন। অনেকে আবার এটি তৈমুরের ছবি বলেও উল্লেখ করেছেন।
তবে না করিনার দ্বিতীয় সন্তান নয়, এই ছবি প্রথম সন্তান তৈমুর। নবাব পুত্তুরের ছোটবেলার এই ছবি শেয়ার করে করিনা বেশ চাপে ফেলে দিয়েছিলেন অনুরাগীদের। অনেকেই ভেবে ফেলেছিলেন দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন করিনা।
প্রসঙ্গত, করিনা এখন অন্তঃস্বত্বা। নতুন বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। এখন তাই চুটিয়ে উপভোগ করছেন দ্বিতীয়বারের মাতৃত্বের স্বাদ।
 Supreme Watches News
Supreme Watches News