গতকাল মধ্যরাতে অন্তর্জালে অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি অভিনেতার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানিয়েছেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। উনার এখন করোনার কোনো উপসর্গ নেই। সে জন্য বাবা আর একা-একা করোনা ইউনিটে থাকতে চান না। আমরা তাঁকে কেবিনে দেওয়ার জন্য অনুরোধ করেছি, সেই প্রস্তুতি চলছে।’
ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এ অভিনেতাকে। কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Read More News
নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে আলোচিত নাটক ‘কোথাও কেউ নেই’। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও বরকত উল্লাহ নির্দেশিত জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের অন্যতম মুখ ছিলেন আসাদুজ্জামান নূর ও আব্দুল কাদের। ধারাবাহিকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করে কালজয়ী হয়ে আছেন আসাদুজ্জামান নূর আর ‘বদি’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছিলেন আব্দুল কাদের।
গতকাল এক ফেসবুক স্ট্যাট্যাসে আসাদুজ্জামান নূর লিখেছেন, ‘গত ১৫ ডিসেম্বর বিজয় দিবসের প্রাক্কালে বাড়ি ফিরলাম। টানা দু’সপ্তাহ ছিলাম হাসপাতালের কোভিড ইউনিটে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক, সেবাকর্মী এবং কর্মকর্তা সবাই মিলে অনেক যত্ন করেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। করোনায় আক্রান্ত হবার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন, শুভকামনা জানিয়েছেন। নীলফামারীর আপামর মানুষ আমার মঙ্গল কামনা করেছেন। আমি আপ্লুত, অভিভূত। আমার কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও অপরিসীম কৃতজ্ঞতা।’
আসাদুজ্জামান নূর আরো লিখেছেন, ‘মনটা খারাপ হয়ে গেল দীর্ঘদিনের পথ চলার সঙ্গী নাট্যাভিনেতা আব্দুল কাদেরের অসুস্থতার খবর পেয়ে। ভেলোর থেকে ঢাকায় ফিরে এখন চিকিৎসাধীন। আমাদের সকলের প্রার্থনা যুক্ত হোক তাঁর রোগারোগ্য ও মঙ্গল কামনায়। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। নতুন বছরে সকল বিপদ কেটে যাবে, হাসবে বাংলাদেশ, হাসবে পৃথিবী এই একমাত্র কামনা।’
আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।