নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। অনেকটা বিশ্রামেই ছিলেন। তবে সামান্য কারণেই গত ১৫ নভেম্বর তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এরপর তাঁকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে সার্বক্ষণিক তাঁর সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক।
Read More News
এদিকে ফারুকের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, বাড়িতে অবস্থানের সময় বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তুলসি। গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত হন তুলসী। এমনটাই জানিয়েছে ফারুকের পরিবার। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।
তুলসীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসায়ই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং কিছু নিয়ম মেনে চলছেন।