এবার আর কম্পিউটার কেনার জন্য টাকা জমানোর চিন্তা করতে হবে না। মাত্র ১ টাকায় কম্পিউটার নিয়ে এল জনপ্রিয় কোম্পালি ডেল।
‘ব্যাক ইন স্কুল’ ক্যাম্পেনের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের ঘরে প্রযুক্তি পৌঁছে দেওয়ার অভিনব প্রয়াস ডেলের। আর তাই মাত্র ১ টাকায় মানুষের ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে দিতে চায় ডেল। আসলে প্রথমে ১ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনে নেওয়া যাবে কম্পিউটারটি। আর বাকি টাকা পরবর্তীকালে কোনও ইন্টারেস্ট ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্সে (ইএমআই) দেওয়া যাবে।
Read More News
অভিনব এই ক্যাম্পেইন প্রসঙ্গে ডেল কোম্পানির মার্কেটিং ডিরেক্টর রিতু গুপ্তা বললেন, ‘সব মানুষের কম্পিউটার কেনার সামর্থ থাকে না। অথচ আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে কম্পিউটার থাকাটা খুবই প্রয়োজনীয়। তাই আমরা একটা ক্যাম্পেইনের মাধ্যমে এই কাজটা করতে চাই। এর মাধ্যমে গ্রাহকেরা প্রথমে ১ টাকা দিয়ে কম্পিউটারটি কিনতে পারবেন। আর বাকি টাকাও কোনওরকম ইন্টারেস্ট ছাড়াই ইএমআই-তে দিতে পারবেন। এই ক্যাম্পেইন ২২ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে।’
তিনি আরও বলেন, ‘কম্পিউটার ব্যবহারকারীদের আমরা উতৎসাহিত করতে চাই, যাতে তারা যে কোনও অর্থনৈতিক অবস্থার মধ্যেও পার্সোনাল কম্পিউটারের গুরুত্বটা বুঝতে পারেন। এটা ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজেও খুবই সাহায্য করবে। প্রধাণত তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছি।