রেনে ও আলিশা দুই মেয়ে ও বিশেষ বন্ধু রহমান শলের সঙ্গে দেশের বাইরে গিয়েছিলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এয়ারপোর্ট ফ্যাশনে খুব সাধারণ আউটফিটেই দেখা গিয়েছে তাঁকে। ডেনিম নীল জিন্স, সাদা টি-শার্ট ও চেকড লং জ্যাকেট। অন্যদিকে রহমানের গায়ে ছিল ট্র্যাকপ্যান্টস ও টিশার্ট আর ডেনিম জ্যাকেট। শহরে নামতেই পাপারাত্জিদের কবলে পড়তে হল তাঁকে। পাশাপাশি ভক্তদের মাঝে হাসিমুখে ছবিও তুললেন বলিউডের এই দুই লাভবার্ডস।
Read More News
সোমবার রাতে মুম্বই বিমানবন্দরে নেমেই একদল ভক্তদের সামনে পড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তাঁদের সেলফি তোলার আব্দারও মেটালেন হাসি মুখে। বিমানবন্দরে পাপারাত্জিদের ক্যামেরা সব সময় তাক করাই থাকে তারকাদের উপর। কিন্তু করোনাকালে বিমাববন্দরে সুস্মিতা নামতেই একদল ভক্ত তাঁকে ঘিরে ধরে। শুরু হয় সেলফি তোলার আবদার। তবে করোনার বিধি মেনে তিনি ভক্তদের পাশে মাস্ক পরেই ছবি তুলেছেন।
সুস্মিতা সেন বরাবর ফিটনেসের উপর ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন। সঙ্গী কখনও রহমান কখনও মেয়ে রেনে। বাড়িতেই জিম করে নিজেকে ফিট রেখেছেন তিনি। সামনেই জন্মদিন। তাই তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে বাঙালি সুন্দরী।