ঢাকা অ্যাটাকের সাথে এটিএন বাংলা

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ঢাকা অ্যাটাক-এর সাথে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিক এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ছবিটির প্রযোজক ও স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার ম্যানেজিং পার্টনার কাওসার আহম্মেদ।  দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত ছবি ঢাকা অ্যাটাক-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ।
Read More News

উল্লেখ্য, ছবিটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি কিউপ্লেক্সের সাথে এ সম্পর্কিত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরো চারটি দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে বাঙালি অধ্যুষিত এলাকায় খুব শিগগিরই ঢাকা অ্যাটাক ছবিটি মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে। ছবির কাহিনীতে উঠে আসবে পুলিশ সদস্যদের গল্প। এতে দেখানো হবে, তারাও আর সবার মতো সাধারণ একজন মানুষ। তারা নিজেদের জীবন বাজি রেখে জনগণকে রক্ষা করেন প্রতিনিয়ত। পুলিশ সদস্যরা নিজের মেধা ও সাহস দিয়ে কিভাবে কাজ করেন, তার কিছুটা হলেও দর্শক দেখতে পাবেন ঢাকা অ্যাটাক ছবিতে। এর সাথে থাকবে অ্যাকশন ও টানটান উত্তেজনা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *