শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন। চলছে ভোট গণনা। তবে এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যে দলই ক্ষমতায় আসুক না কেনো, বাংলাদেশের কোনো সমস্যা হবে না। সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারবে বাংলাদেশ। আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি। কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমরা সবার মঙ্গল কামনা করি। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ খুব ভালোভাবে কাজ করবে। আমাদের সুসম্পর্ক রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কে জিতবে, তা এত আগেই বলা যাচ্ছে না। এটি প্রযুক্তিগতভাবে ভিন্ন ধরনের একটি নির্বাচন। তারা প্রতিটি রাজ্যের মর্যাদা ধরে রেখে খুব সুন্দরভাবে ব্যবস্থাটি তৈরি করেছে।
Read More News
বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। রাশিয়া, ইরান ও চীনের বিরুদ্ধে এই ভোটে হস্তক্ষেপের অভিযোগ ছিল। তবে, এখনও মেলেনি তেমন কিছু। চীন বলছে, যিনিই জয়ী হোন মাথা ব্যথা নেই তাদের। তবে ট্রাম্পকেই চায় ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ।