দুই স্বনামধন্য শিল্পীর কণ্ঠে গান

মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী সম্প্রতি ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের একটি গান গেয়েছেন। গানটি রিলিজের পর থেকেই দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন এই দুই স্বনামধন্য শিল্পী। ‘আইপিডিসি আমাদের গান’ নামের একটি সংগীত আয়োজনে তারা এই গানটি গান। লোকসংগীতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই গানটি গেয়েছেন শাওন-চঞ্চল।

এই গানটির কোরাসে কণ্ঠ দিয়েছেন মন ও স্বর্ণা। গানটি ফেসবুক এবং ইউটিউবে দেখে সেখানে দর্শকরা উল্লসিত প্রশংসা করেছেন। হিমেল আশরাফ নামের একজন লিখেছেন, কী সুন্দর গান, গানটাকে ভালোবেসে ফেললাম।
Read More News

নিশীথা রহমান নামের একজন লিখেছেন, দুজন অসাধারণ অভিনেতা এবং অভিনেত্রী,, যারা সর্বগুণে গুণান্বিত।। দুজন প্রিয় প্রিয় মুখ একসঙ্গে এভাবে দেখতে পেয়ে অসম্ভব ভালো লাগছে।। অসাধারণ গানটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *