রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আনিসুর রহমান (৫৫) ও তাঁর ছেলে ফাহিম (১৬)।
বাবা-ছেলে মোটরসাইকেলে চড়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ওই খুঁটিতেই ছেলে ফাহিম আটকে যায়। বাবা আনিসুর এক পাশে আর মোটরসাইকেল অন্য পাশে পড়ে যায়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়।
Read More News
বাবা-ছেলের পেছনে বোধহয় তাদের এক আত্মীয় ছিলেন। ওই আত্মীয় আহত বাবা-ছেলেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। রাতে বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আনিসুর রহমানর দুই ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে মাতুয়াইল মধ্যপাড়া ৩৯ নম্বর বাসায় থাকেন। এটি তাদের স্থায়ী ঠিকানা। গ্রীন রোডে টাইলসের ব্যবসা রয়েছে তার।