করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩৪ জন হয়েছে। নতুন করে আরো ১৮৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৭৪৬ জন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৯টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন। সবাই হাসপাতালে মারা গেছে।
 Supreme Watches News
Supreme Watches News