বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মা হতে চলেছেন। ইনস্টাগ্রামে সুখবরটি জানালেন তার স্বামী ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সন্তাবসম্ভবা স্ত্রীর ছবিও আপলোড করেছেন তিনি। একই ছবি শেয়ার করেছেন আনুশকাও।
মার্চ মাস থেকেই করোনা পরিস্থিতির জেরে শুটিং বন্ধ। বন্ধ ছিল ক্রিকেট টুর্নামেন্টও। বাড়িতেই দিন কাটাচ্ছিলেন বিরাট-আনুশকা জুটি। খুব একটা বাইরে বেরোনোর সুযোগ ছিল না। তাই বোধহয় পাপারাজ্জির নজরও সুকৌশলে এড়ানো গিয়েছে।
Read More News
সঠিক সময় বুঝেই বৃষ্টি ভেজা বৃহস্পতিবারে সোশ্যাল মিডিয়ায় হাউস টিমে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি। একই পোস্ট করে শেয়ার করে ক্যাপশনে একই বার্তা লিখেছেন আনুশকা শর্মা। ছবিতে কালো বাবলি প্রিন্টের পোশাক পরেছেন নায়িকা। হাসিমুখে বিরাটের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পিছনে দাঁড়িয়ে বিরাটের মুখেও খুশির আনন্দ। আনুশকার বেবি বাম্পই যে তার খুশির কারণ, তা ছবি দেখে বোঝাই যাচ্ছে।