করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ৷ করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানিয়ে ছিলেন দেশবাসীকে ৷ তারপর থেকে গোটা দেশে ছড়িয়ে থাকা অমিতাভের ফ্যানেরা, বিগবির শরীরের অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েন ৷
এখন আগের থেকে ভাল আছেন অমিতাভ৷ আর সেই ভাল থাকার মাঝেই নিজের ব্লগে করোনা আক্রান্ত হওয়া নিয়ে বিশদে লিখে ফেললেন তিনি৷ এখন আগের থেকে ভাল আছেন বিগবি৷ আর সেই ভাল থাকার মাঝেই নিজের ব্লগে করোনা আক্রান্ত হওয়া নিয়ে বিশদে লিখে ফেললেন তিনি৷
অমিতাভ লিখলেন, গোটা ঘরে তখন অন্ধকার ছড়িয়ে গিয়েছিল ৷ আমি বিছানায় শুয়ে ৷ শীততাপ নিয়ন্ত্রণ ঘরটা যেন হিমশীতল ৷ গোটা শরীর কাঁপতে শুরু করল আমার ৷ হ্যাঁ, আমি আইসোলেশনে রয়েছি ৷ কী করব বুঝতে পারছিলাম না৷ ভগবানকে ডাকছি, গান গাইছি ৷ কাঁপুনি আরও বাড়তে শুরু করল৷ এই আইসোলেশন অদ্ভুত একটা জায়গা ৷ একেবারে একা ৷ এক সপ্তাহ জুড়ে আপনার সামনে কেউ আসবে না৷ আসলেও, সাদা পিপিই পরে আসবে ৷ রোবটের মতো এসে আপনাকে দেখে চলে যাবে এই আইসোলেশন বড্ড মন খারাপের৷
Read More News
ব্লগে সেই লড়াইয়ের বর্ণনায় অমিতাভ জানিয়েছেন, কাছের মানুষ বলতে এখন ডাক্তারবাবু। যিনি আমার দেখভাল করছেন। তিনি ছাড়া আর কারও ঘেঁষার অনুমতি নেই। তাই চোখ ভিজে উঠলেও মুছিয়ে দেওয়ার মতো কোনও হাত আমার পাশে নেই। একা থাকার এই ভয়, হতাশা মনে ক্ষত তৈরি করতে পারে যে কোনও সময়। শরীরের মতো মনকেও কাবু করে দেয় দেখতে দেখতে। এই ক্ষত সারানোর জন্যও আলাদা যত্ন দরকার। দরকার কাউন্সেলিংয়ের, যা একা লড়াইয়ের দিনগুলোকে আস্তে আস্তে ভুলে যেতে সাহায্য করবে।
গত দু’সপ্তাহের এই লড়াই একাই লড়ছেন এবং জিতছেন শাহেনশা। এখনও কোভিড পজিটিভ হলেও শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে তাঁর। অনুরাগীরা তাঁদের ‘জীবন্ত ঈশ্বর’কে দেখার জন্য প্রতি মুহূর্তে মুখিয়ে।
শুধুই অমিতাভ নয়, করোনা আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন ৷