দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুরে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালান ঋতু। নিজেকে ফিট রাখতে গিয়েই এই অঘটনের শিকার হয়েছেন।
ঋতুপর্ণা জানান, চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউটার্ন নিতে গিয়ে সামলাতে না পেরে বেকায়দায় পড়ে যান তিনি। এই সময় ডান হাতের কবজিতে ভীষণ আঘাত পান। অবশ হয়ে যায় হাত ও আঙুল। দুর্ঘটনার পরই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ঋতুপর্ণা। চিকিৎসক জানিয়েছেন, আঘাতটা একটু বেশিই লেগেছে, তবে হাড়ে কোনো চিড় ধরেনি।
Read More News
লকডাউনের কারণে কলকাতায় আপাতত কাজ না থাকায় সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট নিয়ে বেশ ব্যস্তই রয়েছেন এই অভিনেত্রী।