করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
Read More News
জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।
তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি।
নরেন দাস ২০১৯ সালের ৩ নভেম্বর থেকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।