খেলতে গিয়ে ডোবার পানিতে পরে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। মৃতরা হলো, নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। তাদের পরিবার পূর্ব মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
Read More News
স্বজনরা জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এক ব্যক্তি ডোবার পানিতে ওই চার শিশুর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।