শনিবার ৩৮-এ পা দিলেন বলিউড গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সারা বিশ্ব যখ করোনা সংক্রমণে আক্রান্ত, থমকে গিয়েছে কাজের গতি, তখনই কর্মক্ষেত্রে একের পর এক সাফল্যে এসে ধরা দিচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে। কয়েকদিন আগেই অ্যামাজন প্রাইমের সঙ্গে বড়সড় চুক্তি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর প্রোডাকশন হাউজ এই সংস্থার সঙ্গে দুবছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। অভিনেত্রী নিজেই এ কথা তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, একজন অভিনেতা এবং প্রযোজক হিসেবে তিনি ভাষা এবং ভৌগলিক অবস্থানের বাধা পেরিয়ে ভালো বিষয়বস্তু তৈরির চেষ্টা করেন। এর জন্য বিশ্বের সব জায়গার প্রতিভাদের সুযোগ দিতে চান তিনি। তাঁর প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার তাই অ্যামাজনের সঙ্গে একটি চুক্তি সই করেছে। একজন গল্পকার হিসাবে তিনি ক্রমাগত নতুন ধারণা সন্ধান করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর কাছে মুক্ত মন এবং দৃষ্টিভঙ্গি।
Read More News
অ্যামাজনের সঙ্গে চুক্তিতে একদিকে যেমন তিনি প্রি-ওয়েডিং সেরিমনির উপর তৈরি করবেন Sangeet নামে একটি রিয়্যালিটি শো, তেমনই রয়েছে ক্রাইম থ্রিলার সিটেডেল। এটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রুসো ব্রাদার্স এবং অভিনয়ে রয়েছেন রিচার্ড ম্যাডেন। এছাড়াও রয়েছে ওশো-র বিতর্কিত সহযোগী শীলা-র জীবনের উপর তৈরি বায়োপিক।
অ্যামাজনের পাশাপাশি Netflix-এর সঙ্গেও গাঁটছড়া বেঁধেছেন নায়িকা। রামিন বাহরানি পরিচালিত অরবিন্দ আদিগার লেখা The White Tiger-এর উপর ভিত্তি করে বানানো ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। তাঁর বিপরীতে থাকবেন রাজকুমার রাও । ইতোমধ্যে সেই ছবির শ্যুটিংও সেরে ফেলেছেন নায়িকা। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন।
আগামীদিনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে রবার্ট রড্রিগস-এর তৈরি বাচ্চাদের জন্যে সুপার হিরো ছবি তে। দ্য হলিউড রিপোর্টারে প্রকাশিত খবর অনুযায়ী, এক দল ভিন গ্রহের প্রাণী বিশ্বের সব সুপারহিরোদের অপহরণ করে নেওয়ার পর তাঁদের সন্তানরা কীভাবে মা-বাবাদের বাঁচাতে এগিয়ে আসে তারই গল্প বলবে এই ছবি।
শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নেই প্রিয়াঙ্কা। আগামীদিনে বেশ কয়েকটি ছবিতেও দেখা যাবে তাঁকে। ড্যান গুর পরিচালিত রোম্যান্টিক কমেডিতে মিন্ডি কালিং-এর সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবির সিংহভাগ শ্যুটিং হবে রাজস্থানে। এছাড়াও রয়েছে কিয়ানু রিভস-এর বিপরীতে Matrix 4-এ। এছাড়াও Cowboy Ninja Viking-এ ক্রিস প্র্যাটের বিপরীতেও চুক্তি সই করেছেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, সলমান খান পরিচালিত Bharat ছবির কাজ তিনি ছেড়ে দেন কাউবয় নিনজা ভাইকিং-এর জন্যেই। হলিউডে একাধিক কাজের অফার তাঁর হাতে থাকলেও, দেশে এই মুহূর্তে কোনও কাজ নেই প্রিয়াঙ্কার।