ফেনীর দাগনভূঞায় ছাত্রলীগের এক নেতার বাসা থেকে ১৫টি ককটল ও ককটেল তৈরির প্রায় তিন কেজি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রায়হানের বসুরহাট রোডের বাসা থেকে এসব উদ্ধার করা হয়। দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই ) মোশাররফ হোসেন জানান, রোববার রহমত উল্লাহ রায়হান দাগনভূঞা পৌর যুবলীগের সভাপতি শাহাজাহান সাজুর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই রায়হানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী সোমবার রাত ১০টার দিকে দাগনভূঞার বসুরহাট রোডে রায়হানের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১৫টি ককটেল, ককটেল তৈরির প্রায় তিন কেজি সরঞ্জাম, ইয়াবা সেবনের দুটি বড় ফয়েল উদ্ধার ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে (মামলা নম্বর ১৯) বলে জানান এসআই মোশাররফ।
Read More News