ঈদ ঘিরে পূর্বের মতোই সরকারি ছুটি থাকবে ৩ দিন। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নেয়া হয় এই সিদ্ধান্ত। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলেই থাকার নির্দেশ দেন মন্ত্রীপরিষদ সচিব। এছাড়া শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০ এর খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।
সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যাল স্থাপনে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে খুলনায় শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
Read More News
আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। সীমিত পরিসরে কাজের কারণে এখনও অনেক অফিসে ঢিলেঢালা কাজ হচ্ছে। এর মধ্যে ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই।