বায়োমেট্টিকে সিম নিবন্ধন বন্ধে লিগ্যাল নোটিস

সারা দেশে গ্রাহকদের আঙ্গুলের ছাপের মাধ্যমে বায়োমেট্টিক পদ্ধতিতে সিম নিবন্ধন বন্ধ করতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।রাজধানীর সেগুনবাগিচার বাসিন্দা খায়রুল হাসান সরকারের পক্ষে বুধবার ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার,  গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক  ও সিটিসেল কর্তৃপক্ষকে ফ্যাক্স ও রেজিস্ট্রি যোগে ওই নোটিস পাঠানো হয়।
Read More News

নোটিস হাতে পাওয়ার দুই দিনের মধ্যে বায়োমেট্টিক পদ্ধতিতে সিম নিবন্ধন বন্ধ করে গণমাধ্যমে তা প্রচার এবং নোটিসদাতাকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে নোটিসে জানানো হয়।

নোটিস পাঠানোর পর ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, ‘বায়োমেট্টিক পদ্ধতিতে নেওয়া আঙুলের ছাপ কেউ নকল করতে পারে না। জাতীয় পরিচয়পত্রে নির্বাচন কমিশন আঙুলের ছাপ নিয়েছে। এখন জবাবদিহিতা ছাড়া পুনরায় সিম নিবন্ধনের নামে বায়োমেট্টিক পদ্ধতিতে আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় ও বেআইনি। অবিলম্বে এই কার্যক্রম স্থগিত করতেই উকিল নোটিস পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘বায়োমেট্টিক পদ্ধতির এই নিবন্ধন ব্যক্তি অধিকার ক্ষুণ্ন করছে। ব্যক্তিগত তথ্য পাবলিক ডোমেইনে দিলে অপরাধীরা তা চুরি করে আমার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে তা ব্যবহার করতে পারে।’

হুমায়ন কবির পল্লব  বলেন, ‘তথ্য সংগ্রহের কার্যক্রম সরকারি বা কোনো সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে। কিন্তু এখানে প্রাইভেট কোম্পানিকে বেআইনীভাবে ক্ষমতা দেওয়া হয়েছে।’

সম্প্রতি বায়োমেট্টিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহক সেবা কেন্দ্রে নিজের সিমের তথ্য হালনাগাদ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *