ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মাত্র দুই মাস আগে সুখবর দিয়েছিলেন। তাঁর ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান। এবার দুঃসংবাদ দিলেন। জানালেন, মা-বাবা ও স্বামীসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
দীপা মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কোয়েলের শারীরিক অবস্থায় খানিক অবনতি হয় দু’সপ্তাহ আগে। পনেরো দিন আগে থেকেই তাঁদের মধ্যে দেখা দিয়েছিল করোনার উপসর্গগুলি। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা। গত পরশু পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। বাপের বাড়িতেই রয়েছেন কোয়েল।
Read More News
আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোয়েল মল্লিক এ খবর জানান। লেখেন, ‘বাবা, মা, রানে (স্বামী) ও আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সেলফ কোয়ারেন্টিনে আছি।’
পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তরা অভিনেত্রী ও তাঁর পরিবারের সবার জন্য শুভকামনা জানাতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমিও (করোনা) পজিটিভ। সবার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর দ্রুত আপনাদের সুস্থ করে দিন।’ কোয়েলের সন্তানের খোঁজও নিচ্ছেন ভক্তরা।
কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল।
প্রসঙ্গত, বলিউডে কণিকা কাপুর থেকে প্রযোজক করিম মোরানি। একের পর এক সেলেবদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে টলিউডে এই প্রথম কোনও হাই প্রোফাইল পরিবারে করোনা থাবা বসাল। ফলে জোর জল্পনা শুরু হয়েছে।