সুপারস্টারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

দক্ষিণী ছবির জনপ্রিয় তারকার ঘর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে ৷ তিনি আর কেউ নন থলপতি বিজয়, তাঁর বাড়ি বোমায় ওড়ানোর হুমকি পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমেছে ৷ যেই ফোন নম্বর থেকে শাসানো হয়েছিল সেই ফোন নম্বরটি খতিয়ে দেখে পুলিশ ২১ বছর বয়সী এক যুবককে ধেরেছে ৷

অভিযুক্ত ওই যুবক বিল্লুপূরমের বাসিন্দা ৷ তিনিই এমন গুজব ছড়িয়েছিলেন যার প্রেক্ষিতেই গত ৪ জুলাই তামিলনাড়ু পুলিশের মাস্টার কন্ট্রোল রুমে ফোন এসেছিল যে জনপ্রিয় তারকার বাড়ি উড়িয়ে দেওয়া হবে বোমায় ৷ এরফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছিল ৷

দ্য নিউজ মিন্টের একটি রিপোর্টের ভিত্তিতে বলতে পারা যায় যে প্রায় ২ ঘণ্টা তদন্তের পরে জানতে পারা গিয়েছিল আসলে পুরো বিষয়টিই ভুয়ো ৷ ফোন নম্বরের সূত্র ধরে মরক্কনম পোঁছোয় পুলিশ ৷ পুলিশ ওই যুবককে জেরা করলে জানতে পারা গিয়েছিল আসলে সেই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ অভিযুক্ত যুবক মজা করার উদ্দেশ্যেই এমন কাজ করেছে ৷ পুলিশকে ফোন করে ভয় দেখানোর প্রচেষ্টা করেছে ৷ পুলিশ ওই যুবককে দ্বিতীয়বার এমনটি না করার নির্দেশ দিয়েছে ৷
Read More News

বিজয় হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্লেব্যাক গায়ক এবং জনহিতৈষী যিনি তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করে থাকেন। ভক্তদের কাছে ইলায়াথালাপাথি (জুনিয়র কমান্ডার-ইন-চিফ্‌) অথবা থালাপাথি (কমান্ডার-ইন-চিফ্‌) নামেই বেশি পরিচিত, যিনি তামিল চলচ্চিত্রে অনেক জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম।

বিজয় ২২শে জুন ১৯৭৪ সালে মাদ্রাজে (এখন চেন্নাই) জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন এস. এ. চন্দ্রশেখর, যিনি ছিলেন একজন তামিল ছবির পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর, যিনিও একজন সনামধন্যা প্লেব্যাক গায়িকা এবং কার্ণাটিক ভোকালিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *