সুশান্ত-মৃত্যু তদন্তে ডাক পড়ল প্রযোজক সঞ্জয় লীলা বনশালীর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। ১৪ জুন সারা দেশকে স্তম্ভিত করে দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তার পরেই বলিউডের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ওঠে স্বজনপোষণের অভিযোগ।

সুশান্ত ভক্তরা থেকে শুরু করে অভিনেতার ঘনিষ্ঠ মহল দাবি করেন বলিউডের প্রথম সারির কিছু পরিচালক-প্রযোজক এবং অভিনেতার পরোক্ষ প্ররোচনা এবং নির্লজ্জ স্বজনপোষণের মাসুল গুনতে হয়েছে প্রাণবন্ত সুশান্তকে। শুধু বিতর্কেই থেমে থাকেনি এই সব দাবি। বিহারের মুজাফ্ফরপুরের এক আদালতে করণ জোহর, সালমান খান, সঞ্জয় লীলা বনশালী এবং একতা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করলেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

অন্যদিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে একাধিক মানুষকে জেরা করা শুরু করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে এবার জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছে হাই প্রোফাইল পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালীকে। তাঁকে অবিলম্বে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
Read More News

পুলিশ সূত্রের খবর, যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকেও দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হয়েছে বান্দ্রা পুলিশ স্টেশনে। গত ২৮ জুন তাঁকে প্রথম জেরা করা হয়। সঞ্জয়লীলা বনশালীর কাছে সমন যাওয়ার অর্থ গুরুতর।

মুম্বই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং পরিচালক শেখর কাপুরকেও। এঁরা দু’জনই সুশান্তের মৃত্যুর পর একাধিকবার মুখ খুলেছেন। নানা ভাবে বোঝানোর চেষ্টা করেছেন বলিউডের পক্ষপাতিত্বের জন্যেই চরম পথ বেছে নিতে হয়েছিল সুশান্ত। অতএব তদন্তে তাঁদের বয়ানও গুরুত্বপূর্ণ বলে মনে করছে মু্ম্বই পুলিশ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মুম্বই পুলিশ ইতোমধ্যে জেরা করেছে প্রায় ৩০ জনকে। তার মধ্যে যেমন রয়েছেন সুশান্তের পরিবারের মানুষ, তেমনই আছেন মুকেশ ছাবরা, রিয়া চক্রবর্তী এবং সঞ্জনা সাংঘিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *