দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৮০৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৪৩ জন। ঢাকা বিভাগে ২১ জন চট্টগ্রামের ১০ জন, সিলেটের ৩ জন, রাজশাহীর ২ জন, রংপুরের ১ জন, খুলনার ৩ জন ময়মনসিংহের ১ জন এবং বরিশাল বিভাগের ২ জন।
৪৩ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ১৪ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩০ জন বাসায় ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৭৩৮ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ৩৭ হাজার ৭৮৭।
গত ২৪ ঘন্টায় মোট ১৭ হাজার ৩৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৫ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৭১৭ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৪ হাজার ৮১০ জন।
Read More News
রোববার (১৪ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Supreme Watches News