বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার “সরোজ খান” হাসপাতালে ভর্তি

বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার “সরোজ খান” মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ পিঙ্কভিলার রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সরোজ খান ৷ ৭১ বছর বয়সী সরোজ খান বলিউডের একাধিক জনপ্রিয় ছায়ছবিতে নৃত্য পরিচালক হিসাবে কাজ করেছেন ৷ তাঁর হাত ধরে বহু তারকা বৈতরণী পার করেছেন ৷

১৯৮৩ সালে জ্যাকি শ্রফ ও মীণাক্ষী শেষাদ্রির হিরো ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সরোজ খান, কোরিওগ্রাফার হিসাবে তাঁর শেষ ছবি কলঙ্ক ছিল ৷ মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, বেটা, তেজাব, নাগিনা, ডর, বাজিগর, আঞ্জাম, মোহরা, ইয়ারানা, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, পরদেশ, দেবদাস, লগান, সোলজার, তাল, ফিজা, সাথিয়া, স্বদেশ, কুছ না কহো, বীর জারা, ডন, ফনা, গুরু, নমস্তে লন্ডন, যব উই মেট, এজেন্ট বিনোদ, রাওডি রাঠোর, এবিসিডি, তনু ওয়েডস মনু রিটার্নস, মণিকর্ণিকার মত জনপ্রিয় ছবিতে কোরিওগ্রাফি করেছেন ৷

সরোজ খানের হাসপাতালে ভর্তির বিষয়ে পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত ৷ কোনও রকমের গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে ৷ কিন্তু সূত্রের খবর সরোজ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
Read More News

তবে প্রিয় মানুষের শরীর খারাপের কথা শুনে বেশ চিন্তিত ভক্তরা ৷ আট থেকে আশি সরোজ খানের ভক্ত সংখ্যাই বলে দেয় তিনি কতখানি সফল এক ব্যক্তিত্ব ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *