সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। অভিনব জানিয়েছেন বলিউডের নেপোটিজম এর শিকার হয়েছেন সুশান্ত।
তাঁর দাবি ‘দাবাং’ ছবিতে পরিচালনার কাজ করার পরে তার কেরিয়ার নষ্ট করতে উঠেপড়ে লেগেছিলেন সালমান খান, আরবাজ খান ও সোহেল খান। এই মর্মে ফেসবুকে একটি লম্বা পোস্ট করে সালমান খানকে বয়কট করার বার্তাও দিয়েছেন অভিনব।
Read More News
এই প্রসঙ্গে জাতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম পরিচালক অনুরাগ কাশ্যপকে ফোন করে এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। অবশেষে নিজের টুইটার বিষয়টি নিয়ে মতামত রাখেন অনুরাগ। তিনি টুইট করেন, যে সংবাদ মাধ্যম আমাকে ফোন করে প্রতিক্রিয়া জানতে চাইছিলেন, এটাকে আমার বক্তব্য বলে মনে করুন। দু’বছর আগে অভিনব আমায় বলেছিল ওর বিষয় থেকে নিজেকে দূরে রাখতে। তাই ও কী বলছে সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারব না। ধন্যবাদ।
প্রসঙ্গত অভিনব কাশ্যপ তাঁর ফেসবুক পোস্টে জানান দাবাং ছবিটি সফল হওয়ার পর যখন দাবাং টু এর কাজ শুরু করেন তখন এই ঘটনার শুরু। এমনকি অভিযোগ তাঁদের কথা মতন না চললে খুন ও পরিবারের মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয় অভিনবকে।
অভিনবের ছবি ‘বেশরম’ মুক্তি পাওয়ার আগেই তাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করা হয় বলেও দাবি করেন তিনি। কিন্তু সুশান্তের মৃত্যুর পর বলিউডের এই ধরনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন অভিনব কাশ্যপ।
সালমান খানকে বয়কট করার বার্তা দিয়ে পোস্টে অভিনব লিখেছেন, এটা কোনো হুমকি নয়। এটা ওপেন চ্যালেঞ্জ। সুশান্ত সিং রাজপুত এগিয়ে গিয়েছেন এবং আমি আশা করি ও যেখানে আছে ভালো আছে। কিন্তু আমি এই ব্যাপারটা নিশ্চিত করব যে আর কোনো নিরীহ প্রাণ কে যেন এভাবে শেষ হতে না হয়। তাঁরা যেন সম্মান নিয়ে বলিউডে বেঁচে থাকতে পারেন। আমি আশা করি যাঁরা এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা আমার এই পোস্ট শেয়ার করবেন।