দেশে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ৪০০৮, মৃত্যু ৪৩

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৪০০৮ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯৮ হাজার ৪৮৯।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৩ জন। মোট মৃত্যু ১৩০৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯২৫ জন আর মোট সুস্থ হয়েছেন ৩৮১২৬ জন।
Read More News

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৬ হাজার ৩৯০ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৮২ লাখ ৭৪ হাজার ৫৮৭ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৯৪ হাজার ৭৮৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৩ লাখ ৩৩ হাজার ৪১১ জন সুস্থ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *