ঢাকা থেকে চীনে যাওয়া চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ১৭ আরোহীকে করোনা পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার এ ঘটনার পর বাংলাদেশে ওই ফ্লাইট আগামী ২২ শে জুন থেকে ৪ সপ্তাহের জন্য স্থগিত রাখার নোটিশ জারি হয়েছে।
চীনের সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা থেকে যাওয়া সিজেড৩৯২ ওইদিন চীনের গুয়াংঝুতে পৌঁছে। সেখানে করোনা পরীক্ষা করা হয়। তাতে ১৭ জন আরোহীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকা ও চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংঝৌয়ের মধ্যে সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করছিল এই বিমানটি।
Read More News
বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, চীন সরকারের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এ মাসের শুরুতে একটি নীতি ঘোষণা করে। এই নীতির অধীনে করোনার প্রাদুর্ভাব হলে সচল করা হবে ‘সার্কিট ব্রেকার’। এর অধীনে ২২ শে জুন থেকে সিজেড৩৯২ ফ্লাইট চার সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। ওদিকে আন্তর্জাতিক রুটে আভ্যন্তরীণ সব ক্যারিয়ারকে সপ্তাহে একবার চলাচল করতে সীমা বেঁধে দিয়েছে চীন।
Supreme Watches News