প্রবল বিস্ফোরণ কেঁপে উঠল গুজরাট

গুজরাতের একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার ফেটে বিস্ফোরণ হয়েছে। ভয়াবহ আগুন এ অন্তত ৪০ জন কর্মী আহত। গুজরাতের দাহেজের একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বয়লার ফাটার সঙ্গে সঙ্গেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। কারখানার আশেপাশে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশের এলাকা। স্থানীয়দের কথায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। এই বিস্ফোরণে আহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, আহত কর্মীদের ভারুচের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
Read More News

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বিস্ফোরণের ছবি-ভিডিও। জানা গিয়েছে এই কেমিক্যাল প্ল্যাট দেশের অন্যতম বিখ্যাত সংগঠন যশস্বী রসায়ন প্রাইভেট লিমিটেডের। এই সংস্থা দেশের শিল্পে ব্যবহৃত হয় এমন ১৫ ধরনের রাসায়নিক বানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *