করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৯১১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩৭ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫, সিলেট ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭০৯ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৫২ হাজার ৪৪৫।
গত ২৪ ঘন্টায় মোট ১৪ হাজার ৯৫০ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১২ হাজার ৭০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৬ হাজার ২৪০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৯ জন।
Read More News
মঙ্গলবার (২ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।