করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রামে ৮। দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫৫৯ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ২৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ৪০ হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
Read More News
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৮ হাজার ৪২৫ জন। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৯৮৯ জন।
আজ বৃহস্পতিবার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।