করোনা আক্রান্ত আইনজীবীর মৃত্যু

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন অপু করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার দুপুর ১২.৫৫ মিনিটে সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। জানাজায় পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে অংশ না নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Read More News

মরহুমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে। তিনি ১৯৯১ সনের ১০ সেপ্টেম্বর আইনপেশার সনদপ্রাপ্ত হয়ে ১৯৯২ সনের ১০ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি আইন পেশায় আসার পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *